• ঢাকা
  • শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং
নদীভাঙন কবলিত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে গাইবান্ধার জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার জেলা প্রশাসক আঃ মতিন যেন এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবায় ছুটে চলেছেন। তিনি গাইবান্ধা জেলায় গরীব অসহায় ও দুস্থ মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন তেমনি জেলার যে কোনো জায়গার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ গাইবান্ধায় নদীভাঙন ও বন্যা প্রবণ জেলা গাইবান্ধার নদীগুলোর পানি বৃদ্ধি হতে শুরু করার সাথে সাথে শুরু হয়েছে নদীভাঙন। চড়ে বসবাসরত মানুষের সর্বস্ব বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। আশ্রয়হীন অসহায় এই ভাঙনকবলিত মানুষদের দুর্দশা নিজ চোখে দেখে সর্বশান্ত মানুষগুলোর নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মো: আবদুল মতিন আজ( ২৯/০৫/২১) তারিখ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দুইটি চর পরিদর্শন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক আঃ মতিন।

ইতোমধ্যে নদীভাঙনে সর্বশান্ত ৪০টি পরিবারকে খারজানিতে নিয়ে আশ্রয় দেয়া হয়েছে। জেলা প্রশাসক খারজানিতে গিয়ে ভাঙনকবলিতদের সাথে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন এবং যে কোন বিপদে ভবিষ্যতে তাদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে কুন্দেরপাড়া চরে ভাঙনকবলিত ১০০ পরিবারকে খাদ্যসহায়তা ও মাস্ক বিতরণ করেন এবং ভবিষ্যতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সর্বস্ব হারানো মানুষগুলোর বাসস্থান নিশ্চিতের আশ্বাস দেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।