• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
বজ্রপাতের সতর্কবার্তা পাঠাবে এই অ্যাপ

বিশ্বে বজ্রপাতে মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত। ২০০৫ সাল থেকে প্রতি বছর বজ্রপাতে দেশটিতে প্রাণ হারান প্রায় দুই হাজার মানুষ।

বজ্রপাতে কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের মৃত্যু হয় বেশি। তবে শুধু কৃষকরাই নন, কোনও জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েও অনেক মানুষ প্রাণ হারান বজ্রপাতে।

তবে এই আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচাতে এসে গেল স্মার্টফোন অ্যাপ ‘দামিনী’। বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করে দেবে এই স্মার্ট অ্যাপ!

জি নিউজ জানায়, দামিনী নামের এই অ্যাপ স্মার্টফোনের অবস্থান অনুযায়ী ওই এলাকার আবহাওয়া সম্পর্কিত জরুরি তথ্য দেওয়ার পাশাপাশি বজ্রপাতের অন্তত ৩০-৪০ মিনিট আগেই সতর্কবার্তা পাঠাবে।

কীভাবে কাজ করবে এই অ্যাপ? স্মার্টফোনে দামিনী অ্যাপ ইনস্টল করার পর আপনার অবস্থান চিহ্নিত করে অ্যাক্টিভেট করতে হবে।

অ্যাপ অ্যাক্টিভেশনের পর আপনার অবস্থানের ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে কোথায় কোথায় বজ্রপাত হতে পারে, সে সম্পর্কে অন্তত ৩০-৪০ মিনিট আগেই সতর্ক করে দেবে।

অ্যাপে যে লোকেশন দেখাবে, সেখানে বজ্রপাত হচ্ছে কিনা সে সম্পর্কেও তথ্য প্রদান করে। অ্যাপের মানচিত্রের চিহ্নিত করা সার্কেলের ঠিক নিচেই হিন্দি এবং ইংরেজিতে এই তথ্য দেওয়া হবে।

বজ্রপাতের তথ্যের পাশাপাশি কীভাবে তা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব এবং এর প্রাথমিক চিকিত্সা সম্পর্কে বিশদে জানাবে এ অ্যাপ।

মূলত দুই বছর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (আইআইএম) পুনের গবেষকরা দামিনি অ্যাপ চালু করেন। সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় অ্যাপটিরও ব্যবহার বেড়ে গেছে।

গুগল প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে নেয়া যাচ্ছে দামিনী। বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপ সবার মোবাইলে থাকলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।