নগরকান্দায় দুর্বৃত্তের আগুনে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় দুর্বৃত্তের দেয়া আগুনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের আংশিক পুড়ে গেছে।
ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিন্নাতলি বাজারে ।
আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকান মালিক লস্করপুর গ্রামের মৃত শেখ সাহেদ আলীর ছেলে লিয়াকত হোসেনের স্ত্রী শিমু বেগম (৩৪) বাদী হয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শফিকুল খান জনি
৩১ মার্চ ২০২২।