• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ত্বক ও শরীরের যত্নে বেকিং সোডা

শুধু রান্নার কাজে নয় বেকিং সোডা শরীর ও ত্বকের যত্নে চমৎকার উপাদান। এটি ঘামের দুর্গন্ধ দূরীকরণ, ত্বক পরিষ্কারকসহ আরও অনেক কিছুতে ব্যবহার করা যায়।

বেকিং সোডার এ রকম কিছু ব্যবহার তুলে ধরেছে এনডিটিভি।

দুর্গন্ধ দূরীকরণে: ঘামের দুর্গন্ধ দূর করতে চমৎকার কাজ করে বেকিং সোডা।

এক টেবিল চামচ পানির সঙ্গে আট ভাগের এক ভাগ চা চামচ বেকিং সোডা মিশিয়ে আন্ডার আর্মসে ঘষে নিন। এতে ঘামের দুর্গন্ধ কমে আসবে।
জীবাণুমুক্ত গোসল: এক কাপ বেকিং সোডা এবং কাপের চার ভাগের এক কাপ বেবি অয়েল গোসলের পানিতে মেশান। গোসলের পর শরীর সতেজ লাগবে।

শুষ্ক চামড়া দূরীকরণে: শুষ্ক চামড়া এবং গোড়ালি এবং নখের চারপাশ সামান্য বেকিং সোডা আর সমপরিমাণ উষ্ণ পানি মিশিয়ে ঘষে ঘষে মরা কোষ তুলে ফেলুন। এতে ত্বক কোমল হবে।

ব্রণ সমস্যায়: সামান্য পানিতে বেকিং সোডা মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ত্বক পরিষ্কারক: নারকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ফেইসওয়াশ বানাতে পারেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।