• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা চিকিৎসায় হার্বাল ওষুধ পরীক্ষার প্রটোকল অনুমোদন

করোনার চিকিৎসায় আফ্রিকার হার্বাল ওষুধের পরীক্ষার জন্য একটি প্রটোকল অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

করোনার প্রাদুর্ভাবের পরপর মাদাগাস্কারের প্রেসিডেন্ট আর্টেমিসিয়া গাছের রস দিয়ে তৈরি একটি ওষুধকে করোনা আক্রান্তদের চিকিৎসায় কার্যকর ওষুধ বলে দাবি করেছিলেন। আফ্রিকায় ম্যালেরিয়ার চিকিৎসায় এই ওষুধটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এবং আরও দুটি প্রতিষ্ঠানের সহকর্মীরা ‘পরিসংখ্যান উপস্থাপনের জন্য চার্টার ও রেফারেন্স শর্ত প্রতিষ্ঠা এবং হার্বাল ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের নিরাপত্তা পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ চিকিৎসায় তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য হার্বাল ওষুধের একটি প্রটোকল অনুমোদন দেওয়া হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক প্রোসপার তুমুসিম বলেছেন, ‘যদি প্রচলিত ওষুধ পণ্যগুলো নিরাপদ, ফলপ্রদ পাওয়া যায় এবং মান নিশ্চিত হয় তাহলে ডব্লিউএইচও স্থানীয়ভাবে বিপুল পরিমাণে উৎপাদনের জন্য একে ফাস্ট-ট্র্যাক হিসেবে সুপারিশ করবে।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।