• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং
বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এক এবং অভিন্ন- হুইপ ইকবালুর রহিম এমপি

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এক এবং অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু’র বিরোধীতাকারীদের সাথে কোন আপোষ নেই উল্লেখ করে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে ও শিক্ষিত জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন মানুষ প্রয়োজন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনে বদ্ধ পরিকর।

১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার সকালে দিনাজপুর সরকারি কলেজের গ্রন্থাগার ভবনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ এর ফলক উন্মোচন শেষে কলেজের শিক্ষক লাউঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. দাইমুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।