• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
গলাচিপায় মা ও ছেলেকে মারধর হাসপাতালে ভর্তি

তারিখঃ ৫ ফেব্রুয়ারী ২০২১,সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় গতকাল বৃহস্পতিবার জমা-জমি ও বসত বাড়িকে কেন্দ্র করে মা ও ছেলেকে মারধর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামে। আহত পারভীন বেগম (৩৫) ও ছেলে মো. আরিফ (১৭) কে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পারভীন বেগম বলেন, বৃহস্পতিবার সকাল আটটার দিকে জমা-জমি ও বসত ঘর দখল করাকে কেন্দ্র করে আমাদের একই গ্রামের প্রতিপক্ষরা কথা কাটাকাটির একপর্যায়ে চড়াও হয়ে আমাদেরকে মারধর করে। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা গাছ বাগানে পালিয়ে যায়। আমাদের অবস্থা আশঙ্কাজনক দেখে এলাকাবাসী আমাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, রোগীরা আমার চিকিৎসাধীনে হাসপাতালের দ্বিতীয় তলায় ৪ ও ৫ নম্বর বেডে ভর্তি আছে। তাদের শরীরে মারধরের চিহ্ন আছে।

এ বিষয়ে আহত আরিফ বলেন, আমাকে ও আমার মাকে এলোপাথারিভাবে পিটিয়ে অজ্ঞান অবস্থায় জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সি বলেন, বিষয়টি আমি শুনেছি। দু’পক্ষকে ডেকে মিমাংসার ব্যবস্থা করব।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।