• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে বিকাশ এগ্রো ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশি গ্রামে অবস্হিত বিকাশ এগ্রো ফুড লিমিটেডকে পাটজাত পণ্যের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্তু উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। বিকেলে বিকাশ এগ্রো ফুড লিমিটেডের চাউলের কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পন্যের পাটজাত ও মোড়কের ব্যাধতামূলক আইন-২০১০ এর ৪ ধারা অপরাধ ১৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিকাশ এগ্রো ফুড লিমিটেডের পক্ষে জরিমানা পরিশোধ করেন চাউল কলের ম্যানেজার সনজিত কুমার দাশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, সরকারি নির্দেশনায় চাউল এ পাটজাত মোড়ক ব্যবহার করার নিয়ম থাকলেও তারা আইন অমান্য করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করতে নির্দেশনা ও সতর্ক করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।