• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
সাম্প্রদায়িকতার বৃত্ত নিশ্চিহ্ন করতে হবে — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুর, ২০ কার্তিক (৫ নভেম্বর) :   

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, অসাম্প্রদায়িক চেতনাকে সাম্প্রদায়িক সন্ত্রাস দ্বারা ভুলণ্ঠিত হতে দেওয়া যায় না। সাম্প্রদায়িকতার বৃত্ত নিশ্চিহ্ন করতে হবে। দেশকে অস্থিতিশীল করতে পূজামণ্ডপে হামলা, হিন্দু জনগোষ্ঠীর বাড়িতে অগ্নিসংযোগ কোনো ভাবেই বরদাস্ত করা যায় না। যারা এসব করছে ধর্মীয় সম্প্রীতির দেশে সেসব মানসিক বিকারগ্রস্তদের স্থান নেই।

প্রতিমন্ত্রী আজ সরিষাবাড়িতে নিজ বাসভবনে আগত জনসাধারণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের সকল ধর্ম, পেশার মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছে এই দেশ। ধর্মের নামে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের চিনে রাখুন, এরা দেশ ও জাতি সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার শক্র। তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী চক্রান্ত রুখতে হবে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানবিকতার আন্দোলন জোরদার করতে পারলে অশুভ শক্তির বিনাশ হবে বলেন ডা. মুরাদ।

পরে প্রতিমন্ত্রী সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।