• ঢাকা
  • বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং
সালথায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় নিবন্ধনহীন তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেন স্বাস্থ্য বিভাগ। অভিযান পরিচালনা করেন ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন- নিবন্ধন ছাড়াই সালথায় আল কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, হেথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছিল।

তিনি বলেন- বিষয়টি নজরে আসলে গত বৃহস্পতিবার সারাদেশের সাথে সালথার এসব অবৈধ ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বেধে দেয়া সময় পেরিয়ে গেলেও এসব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার চালু রাখা হয়। পরে অভিযান চালিয়ে এসব অবৈধ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

২৯ মে ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।