কানাইপুরে বর্ণমালা স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
আনন্দ ঘন পরিবেশে সদর উপজেলার কানাইপুর বর্ণমালা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সাংবাদিক ও বর্নমালা স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এঁর সভাপতিত্বে কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন।বিশেষ অতিথি ছিলেন কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মিনু, সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই,যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত শেখ, ছাত্রলীগের সভাপতি রানা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতায় ১৯টি আইটেমের খেলা অনুষ্ঠিত হয়।বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।