করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে ‘রেমডেসিভির’ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসা সংশ্লিষ্ট। রেমডেসিভির অ্যান্টিবডি তৈরি করতে পারে কিনা, বিষয়টি এখনো পরীক্ষাধীন। ‘রেমডেসিভির’ কি, কিভাবে কাজ করে তা?
রেমডেসিভির অ্যান্টি ভাইরাল মেডিসিন। মার্কিন ফার্মাসিউটিক্যালস সংস্থা গিলিয়ড সায়েন্সেস এটি তৈরি করেছে। ইবোলা ভাইরাস মোকাবিলায় এটি ব্যবহার করা হয়।
করোনা ভাইরাসের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে বিশ্বের বেশ কয়েকেটি দেশে ক্লিনিক্যাল ট্রয়াল চলছে। করোনা ভাইরাস মোকাবিলায় সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রয়ালও এটি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রেমডেসিভির করোনা আক্রান্ত রোগীকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে। বর্তমানে যেসব ওষুধ ব্যবহার হচ্ছে সেগুলোর সঙ্গে তুলনা করলে চারদিন আগে রেমডেসিভির নেয়া রোগী সুস্থ হতে পারে। তবে এটি জীবন বাঁচাতে পারে কিনা, সেরকম কোনো তথ্য নেই।
মার্কিন শীর্ষ সংক্রমকব্যাধী বিশেষজ্ঞ ডা. অন্তোনি ফাউসি বলেন, প্রাথমিক ট্রায়ালে দেখো গেছে, করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করতে রেমডেসিভির ইতিবাচকভাবে গুরুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেক্ষেত্রে সময়ও কম লাগছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জাপানের নিয়ন্ত্রক সংস্থা কিছু রোগীর জন্য রেমডেসিভির সহজলভ্য করতে জরুরি চুক্তিও করেছে।