দিনাজপুরে কাঁচাবাজারে সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন সামাজিক সংগঠনগুলো
করোনা ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু বিশেষ করে বাজার গুলোতে ভিড় লেগেই রয়েছে, নিরাপদ দূরত্ব মানা হচ্ছে না। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কেনাকাটা করতে দিনাজপুর সদর উপজেলার গোর-এ-শহীদ বড় ময়দানে ৯০ টি
দোকানের মধ্যে নির্দিষ্ট দুরত্বে দাগ দিয়ে চুন ব্যবহার করে,ক্রেতা- বিক্রেতাদের মাঝে বিভিন্ন সচেতনতা মূলক তথ্য পৌঁছিয়ে সচেতনতা বৃদ্ধি
লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।
রবিবার ( ৩ মে) দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবোধানে দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত অস্থায়ী দোকানের বর্তমান বাজারে লোক-সমাগমে সামাজিক দুরত্ব সৃষ্টির লক্ষে সামাজিক সংগঠন “আলোর পথে জাগো যুব দিনাজপুর ” “ড্রিম লাইফ এ্যাসোসিয়েশন” ও “স্বদেশ” সাথে দিনাজপুর পৌরসভা এবং বাংলাদেশ সেনাবাহিনী এর যৌথ উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রাখতে একটি দোকান থেকে অন্য দোকানের দূরত্ব ৬ ফিট করে দুটি ল্যান্ডে দোকান বসানো হবে। একটি ল্যান্ড থেকে অন্য ল্যান্ডের দূরত্ব হবে ১৮ ফিট দুরত্বে দাগ দিয়ে চুন ব্যবহার করে,ক্রেতা- বিক্রেতাদের মাঝে বিভিন্ন সচেতনতা মূলক তথ্য পৌঁছিয়ে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে কার্যক্রম সম্পন্ন করা হয়।