ফরিদপুর শহরের গোপালপুর মেজবাহউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম আমজাদ খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শনিবার রাতের খেলায় জয় লাভ করেছে সেভেন স্টার ক্লাব। এ দিন তারা ৩ উইকেটে হারিয়েছে মাস্টার কলোনি ক্রিকেট ক্লাবকে। নির্ধারিত ৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মাস্টার কলোনি ক্রিকেট ক্লাব ৩৮ রান সংগ্রহ করে। জবাবে সেভেন স্টার ক্লাব ২ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে।
সংক্ষিপ্ত স্কোর ;মাস্টার কলোনি ক্রিকেট ক্লাব ৩৮/৩(সত্তার- ১৩ রান) আমানত ৩ উইকেট। সেভেন স্টার ক্লাব ৩৯/৩(ফাহিম ও নাঈম ৮ রান) আকিব ও নেওয়াজএকটি করে উইকেট লাভ করেন।