মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটণায় চার বছরের এক শিশু নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত শিশুর নাম রিফাত খা, সে উপজেলার সোনাপুর ইউনিয়নের রুবেল খার ছেলে। শনিবার দুপুরের নিহতের বাড়ির কাছে রাস্তা পার হবার সময় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে রিফাতের বাড়ির কাছে ফুকরা বাজার সংলগ্ন পাঁকা রাস্তা পার হচ্ছিল রিফাত, এসময় সোনাপুর থেকে দ্রুতগামী একটি মটরসাইকেল রিফাতকে ধাক্কা দিলে রিফাত পরে যায়। স্থানীয়রা তাকে ফরিদপুর হাসপাতালে নিয়ে যায়, সেখানে রিফাতের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রিফাত মারা যায়। ঘাতক মরটসাইকেলটি আটক করে রাখে। মটরসাইকেল আরাহীরা পালিয়ে যায়।
ছোট্ট শিশু রিফাত মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হবার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরটসাইকেল চালকের শাস্তি দাবি করেছে স্থানীয়রা।
এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদী বলেন, শিশুটি মারা গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
০৮ অক্টোবর ২০২২