• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে বন্ধ হলো বাল্যবিবাহ

ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব এর হস্তক্ষেপে বাল্য বিবাহের মত এক অভিশাপ থেকে রক্ষা পেল ১৩ বছর বয়সী ৮ম শ্রেনীর শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের (বাকিগঞ্জ মাদ্রাসা সংলগ্ন) এলাকায় এই মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেই বাড়িতে হাজির হন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব ও প্রশাসনের একটি বিশেষ টিম।

মেয়ের অভিবাবককে বুঝিয়ে এবং সচেতন করে বাল্য বিয়েটা বন্ধ করে মেয়ের মায়ের মুচলেকা নেওয়া হয়, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মোতাবেক বরকে জরিমানা করা হয়।

সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব জানান, বাল্যবিবাহ রোধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।

উল্লেখ্য, ঘটনা স্থলে বিবাহ রেজিস্ট্রার (কাজী) লোকমান হোসেনকে আটক করা হয়। তার সাথে থাকা রেজিস্ট্রার বই জব্দ করেছে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।