সিকেএস দল সেমিফাইনালে
সিকেএস দল সেমিফাইনালে
মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেমিফাইনালে উঠেছে সিকে এস।
মঙ্গলবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১২ রানে খন্দকার শফিউজ্জামান স্মৃতিকে পরাজিত করে সেমিফাইনাল উন্নিত হয়।
এদিকে ম্যাচ হেরে গেলেও আগের দুটো ম্যাচে জয় লাভ করায় সেমিফাইনাল উঠে গেছে খন্দকার শফিউজ্জামান স্মৃতি।
প্রথমে ব্যাট করতে নেমে সিকেএস দল ৮ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে।
জবাবে খন্দকার শফিউদ্দিন স্মৃতি ১৯২ রানে অলআউট হয়।
সংক্ষিপ্ত স্কোর :
সিকেএস ২০৪/৮ (সৈকত-৮০,তালেব -৩০,মাইনুল ৩৮)রিয়াজ ৩ রয়েন ২ উইকেট।
খন্দকার শফিউজ্জামান স্মৃতি ১৯২/১০( ইমরান -৭২,সাজ্জাদ -২২,হৃদয় -২০) মঞ্জু ৪২/৬ নাসিম ২ উইকেট নেন।
আম্পায়ার ঃ- সঞ্জয় পাল, জহিরুল ইসলাম জিন্না,
স্কোরার ঃ রাকেশ মণ্ডল পাপ্পু।