• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
লোকমান হোসেন মৃধা জুনিয়র ফুটবল টুর্নামেন্টে মাস্টারপাড়া জুনিয়র চ্যাম্পিয়ন

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

শহরের ২ নং হাবেলি গোপালপুর মাস্টার কলোনিতে অনুষ্ঠিত লোকমান হোসেন মৃধা জুনিয়র ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাস্টারপাড়া জুনিয়র ফুটবল ক্লাব।
প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে সবাই খেলি ফুটবল ক্লাব।

বুধবার রাতে গুরুত্বপূর্ণ এই ফাইনাল খেলায় টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে মাস্টারপাড়া জুনিয়র ফুটবল ক্লাব।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু, ও নাজনীন সুলতানা।
এছাড়া ১৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুদ্দীন হিরন সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে উভয় দলে পাঁচজন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এই খেলাটি তে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বাইরের অনেক দর্শক খেলা উপভোগ করেন।
খেলোয়ারদের গড় বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে।
খেলায় মাস্টার কলোনি জুনিয়ার ফুটবল ক্লাব আবিরের দেয়া গোলে এগিয়ে যায়।
কিন্তু পরক্ষণে আত্মঘাতী গোল হবার সুবাদে সবাই খেলি একাদশ প্রতিযোগিতায় ১-১ গোলের ব্যবধানে ফিরে আসে। এর ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকলে ফলাফল টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
আর তাতে ৪-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় মাস্টারপাড়া জুনিয়র ফুটবল ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু,ও নাজনীন সুলতানা, এ সময় উপস্থিত ছিলেন নওরোজ আল আরিফ, নওফেল নাদিম তামান, ফারজানা লাবন্য, শ্যামল কুমার সরকার, ইব্রাহিম তারেক প্রমূখ।
এই টুর্নামেন্টের আয়োজনে ছিলেন লোকমান হোসেন মৃধার পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ করা যেতে পারে স্থানীয় চারটি দলকে নিয়ে লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।
আর ছোট একটু মাঠে চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য দর্শকেরা দারুণভাবে খেলাটিকে গ্রহণ করেছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।