মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
এ মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ।
এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
ফুটবল লিগ কমিটির সভাপতি আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় এ মাসের ২২ তারিখে ফুটবল লিগ অনুষ্ঠিতব্য তারিখের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় জেলা ক্রীড়া সংস্থা, ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ এ র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর ফুটবল লীগে প্রতিটি দলে ২৫ জন খেলোয়ার রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানানো হয়। তাছাড়া সিঙ্গেল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। বাফুফের নিয়ম অনুযায়ী খেলাগুলি পরিচালনা এবং খেলাগুলি সফল করতে শহরে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেয়া হয়। এবছর লীগে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকে ২৫০০০ টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।