শুরু হলো সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
ফরিদপুর সদরের ঈশানস্কুল মাঠে শুক্রবার হতে শুরু হয়েছে সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় ৮টি দলকে নিয়ে লিগ পদ্বতিতে এ টুর্নামেন্ট আরম্ভ হয়েছে।
আজ উদ্বোধনী ম্যাচে সকাল-সন্ধ্যা একাদশ ৪ গোল ও ব্রাজিল বয়েজ একাদশ ২ গোল করে ট্রাইবেকারে। খেলায় নির্ধারিত সময়(৭০ মিনিট) গোলশূন্য ড্র ছিল। পরে ট্রাইবেকারে খেলা শেষ হয়।
টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয় বাসিন্দা কুরবান আলী, সাইদুল সেখ, আঁকাশ শেখ, আজিম শেখ। মহামারী করোনায় বিপর্যয়ের কারণে যখন অন্যান্য টুনামেন্ট হুমকির মধ্যে আছে সেই অবস্থায় এ টুর্নামেন্টটা দৃষ্টান্ত স্থাপন করল।