• ঢাকা
  • শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং
ফেইসবুকে ভ্যাকসিন বিরোধী বিজ্ঞাপন নিষিদ্ধ

ছবি প্রতিকী

ভ্যাকসিনের বিষয়ে মানুষকে নিরুৎসাহিত করে এমন বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেইসবুক।

মঙ্গলবার কোম্পানিটি তাদের ব্লগপোস্টে জানিয়েছে, তারা নতুন রোগটির ভ্যাকসিনের তথ্য জানাতে একটি ক্যাম্পেইনও শুরু করবে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ঘোষণায় বলেছে, সরকারের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালার বিরোধিতা করে যেসব বিজ্ঞাপন আসবে তা প্রচারের অনুমতি দেয়া হবে না।

‘বিশাল জনগোষ্ঠীর মাঝে ভ্যাকসিন পৌঁছানোর যে প্রক্রিয়ায় তাতে ইতিবাচক ভূমিকা রাখার উদ্দেশ্য আমাদের,’ জানিয়ে কোম্পানিটি বলেছে, ‘যেকোনো ভুল তথ্য সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে।


ফেইসবুকের নতুন ঘোষণায় বলা হয়েছে, কোনো ধরনের ভুল তথ্য না থাকলে বিরোধিতার পোস্ট অনুমতি দেয়া হবে।

করোনা ভ্যাকসিনের দৌড়ে রাশিয়ার পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।