• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
শেখ রাসেল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্গম ও বাসার একাডেমির জয়লাভ

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটের রবিবারের খেলায় জয়লাভ করেছে দুর্গম ক্রিকেট একাডেমি ও বাসার ক্রিকেট একাডেমি।

দিনের প্রথম ম্যাচে দুর্গম ক্রিকেট একাডেমি ৪০ রানে ফরিদপুর ক্রিকেট স্কুলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দুর্গম ক্রিকেট একাডেমি ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরভ ৯২ রান ও সীমান্ত ২২ রান করে। ফরিদপুর ক্রিকেট স্কুল দলের পক্ষে সাদি ২ উইকেট লাভ করেন।
জবাবে ফরিদপুর ক্রিকেট স্কুল ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ২৬ ও সীমান্ত ২২ রান করেন । দুর্গম ক্রিকেট একাডেমির পক্ষে আল ইমরান ৩ ও ইমরান ২ উইকেট লাভ করেন।

দিনের অপর ম্যাচে বাশার ক্রিকেট একাডেমি ৪৩ রানে পাংশা ক্রিকেট একাডেমি কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে বাসার ক্রিকেট একাডেমি ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাতুল ৩৩ ও হিমেল ২৭ রান করে। পাংশা ক্রিকেট একাডেমির শুভ ২ উইকেট লাভ করে।
জবাবে পাংশা ক্রিকেট একাডেমি ৮১ রানে অলআউট হয়। দলের পক্ষে অপু ২১ রান সংগ্রহ করে। বাসার ক্রিকেট একাডেমির পক্ষে রাতুল ৩ ও চন্দ্র ২ উইকেট লাভ করে।
খেলায় প্রথম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দুর্গম ক্রিকেট একাডেমির সৌরভ। তাকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার নাঈম শেখ। এছাড়া দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাসার ক্রিকেট একাডেমির রাতুল। তাকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেন তোফাজ্জল হোসেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।