• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
বরেণ্য শিল্পী কালিদাস কর্মকারের স্মরণে পাঠ মনস্ক ক্ষুদ্র গোষ্ঠী ফরিদপুর বইঘাটা’র আয়োজন

বরেণ্য শিল্পী, ফরিদপুরের গৌরব কালিদাস কর্মকারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।

এ দিনে শিল্পীকে স্মরণ করতে এক অনাড়ম্বর আয়োজনে সমবেত হন ফরিদপুরের পাঠ মনস্ক ক্ষুদ্র গোষ্ঠি ‘বইঘাটা’র সদস্যবৃন্দ।

সদস্যরা এই ক্ষণজন্মা প্রতিভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মানুষ ও ধর্মে আস্থাশীল কালিদাস যিশুর মত কাঁটার মুকুট পরে নিজেকে মর্মান্তিক কষ্টের প্রতিক হিসেবে উপস্থাপিত করেছিলেন। সুন্দর এখন ব্যাপকভাবে আক্রান্ত এই তথ্য শিল্পীত রূপ পেয়েছে তাঁর ছবিতে।

আলোচকরা এই মহান শিল্পীর শিল্পকর্ম রক্ষায় সরকারি উদ্যোগ কামনা করেন এবং স্মৃতি রক্ষায় ফরিদপুরে তাঁর নামে একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ প্রকাশ করেন।

আজ ১৮ অক্টোবর সকাল দশটায় আয়োজিত এ আলোচনায় ফরিদপুরের শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের মধ্যে অংশ গ্রহন করেন, মাহফুজুল আলম, সৈকত রহমান, অমিত মনোয়ার, সুপ্রিয়া বিশ্বাস, শ্যামল বিশ্বাস, কবিতা দাস, মাহফুজুল আলম, শিপ্রা গোস্বামী, কামরুন্নাহার পপি, ফারুক সিদ্ধার্থ, গালিব রহমান, শামীমা শীমু প্রমুখ। সুত্র ঃ নিউজ ফরিদপুর 24.con

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।