তারকা বিদেশি ক্রিকেটারদের পদচারনায় মুখর থাকে আইপিএল। আয়োজক ভারতীয়রা হলেও মূল আকর্ষণ থাকেন অন্যান্য তারকা ক্রিকেটাররা। বিশেষ করে গেইল-ওয়ার্নার-ডি ভিলিয়ার্সরা আইপিএলকে দিয়েছেন অন্য মাত্রা। তবে তালিকার সবাইকে ছাড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক, ১ম বিদেশি ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ছুঁয়েছেন ৫০০০ রানের মাইলফলক।
রোববার (১৮ অক্টোবর) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন এই অজি তারকা।
যদিও আইপিএলে ৫ হাজার রান সংগ্রহ করা ১ম ব্যাটসম্যান তিনি নন। এর আগেও এই কীর্তি গড়েছেন বিরাট কোহলি (৫৭৫৯ রান), সুরেশ রায়না (৫৩৬৮ রান) ও রোহিত শর্মা (৫১৪৯ রান)। তবে এদের সবাইকে আরেক দিক থেকে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। সবচেয়ে কম ইনিংসে ৫ হাজার রান করেছেন এই অজি ওপেনার। এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে মাত্র ১৩৫টি ইনিংস।
অবশ্য এমন কীর্তির দিনটা ভালো যায়নি ওয়ার্নারের। নিশ্চিত জেতা ম্যাচটায় ড্র হওয়ার পর, সুপার ওভারে কেকেআরের কাছে হেরেছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ।