‘মোস্তাফিজুর রহমান হারিয়ে গেলেন’, এমন হাহাকারই শুরু হয়েছিল মাঝে। তবে করোনা পরবর্তী সময়ে ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার হাজির অন্য রূপে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। আসর শেষে সর্বাধিক উইকেট শিকারির তালিকাতেও এই বাঁ-হাতি পেসারের নাম।
এমনকি সবাইকে পেছনে ফেলে টুর্নামেন্ট সেরাও সাতক্ষীরার তরুণ।
এক নজরে কে কি পুরস্কার পেলেন-
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট
মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)
প্লেয়ার অব দ্য ফাইনাল
মাহমুদউল্লাহ রিয়াদ (জেমকন খুলনা)
বেষ্ট ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট
লিটন কুমার দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম)
বেষ্ট বোলার অব দ্য টুর্নামেন্ট
মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)
স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড (৪টি):
নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী), পারভেজ হোসেন ইমন (ফরচুন বরিশাল), শরিফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম), রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা)।