• ঢাকা
  • শুক্রবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং
কুমিল্লায় নতুন করোনা জয়ী-৫০, আক্রান্ত ১৩১,মৃত্যুু- ৭ জন

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার বিকাল প যুদ্ধে র্যন্ত প্রকাশিত তথ্য থেকে জানা যায়৷ জেলার ১৭ টি উপজেলার মধ্যে নতুন করে মৃত্যু বরন করেন- ৭ জন এবং আক্রান্ত হন-১৩১ জন, নতুন করে করোনা যুদ্ধে সুস্থ হয়ে বাড়ি ফিরেন- ৫০ জন।

জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জাম জানান নতুন মৃত্যু বরনের মধ্যে মনোহরগঞ্জ-২, বরুড়া- ২, দেবীদ্বার-১, বুড়িচং- ১, চৌদ্দগ্রাম-১ জন।

তিনি জানান নতুন আক্রান্ত ১৩১জনের মধ্যে জেলার সিটি করপোরেশন-৩৯, আদর্শ সদর- ৫, বড়ুরা-৮,চৌদ্দগ্রাম-১২,
মনোহরগঞ্জ-১৯,
মুরাদনগর-১, নাঙ্গলকোট- ২,
সদর দক্ষিণ- ৪, লালমাই- ৪, বুড়িচং-১,চান্দিনা – ৯, হোমনা- ৫, দাউদকান্দি- ১৮, তিতাস- ৪ জন।

করোনা যুদ্ধে ৫০ জনের মধ্যে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেন জেলার মহানগর- ৩৩ জন, চৌদ্দগ্রাম- ৬, দেবীদ্বার উপজেলায় ১১ জন।

এই নিয়ে জেলায় মোট করোনা পজেটিভে আক্রান্ত-২৬০২ জন,
সুস্থ হন-৭৪৭ জন, মোট মৃত্যু বরন করেন- ৭৮ জন। সর্বমোট নমুনা প্রেরণ করা হয় ১৫৮২৭,সর্বমোট রিপোর্ট প্রাপ্তি ১৪৫৭০জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।