• ঢাকা
  • সোমবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে নির্মাণাধীন তিনটি দোকান ভেঙে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন – উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন।

এ সময় সালথা ভূমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাস সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদত হোসেন বলেন, মাঝারদিয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ওই বাজারের তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পুনরায় যাতে দোকান নির্মাণ না করে সেজন্য দোকান নির্মাণকারীদের সর্তক করা হয়েছে।

২১ নভেম্বর ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।