ওয়ারলেস পাড়া জুনিয়র ফুটবল টুনামেন্টে খেলা গোলশূন্য,পয়েন্ট ভাগাভাগি
ওয়ারলেস পাড়া জুনিয়র ফুটবল টুনামেন্টে খেলা গোলশূন্য,পয়েন্ট ভাগাভাগি হয়েছে ।
ফরিদপুর শহরের মহিম স্কুল মাঠে অনুষ্ঠিত ওয়ারলেস পাড়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টে শনিবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে এর ফলে একটি করে পয়েন্ট পেয়েছে উভয় দল। আজকের খেলায় মোকাবেলা করে ব্রাদার্স স্কট ক্লাব বনাম টিম ফোরটি ফাইভ। নির্ধারিত সময়ে এবং অতিরিক্ত সময়ে কোন গোল না হওয়াতে একটি করে পয়েন্ট পায় দুই দল।
এদিকে এ ম্যাচে ড্র করে ব্রাদার্স স্কট ক্লাব পরের পর্ব নিশ্চিত করলেও টিম ফোরটি ফাইভ এর অপেক্ষা খানিকটা বাড়লো। খেলার রেফারি দায়িত্ব পালন করেন শাকিল ।