• ঢাকা
  • শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে উপজেলা পরিষদের কমিটিসমূহ কার্যক্রম বিষয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে জেলা পর্যায়ে উপজেলা পরিষদ কমিটিসমূহের কার্যক্রম পরিচালনা বিষয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে,
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় (২৬ সেপ্টেম্বর) রবিবার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ভাঙ্গা ও মধুখালী দুইটি উপজেলা পরিষদের ৪ টি কমিটির ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ এবং বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক কমিটি বিষয়ে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা,

মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটি নিয়ে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল কবির।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি বিষয়ে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদুল জুলফিকার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ইউএসএআইডি’র মা-মনি এমএনসিএসপি প্রকল্প।

প্রশিক্ষণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।