ওয়ারলেস পাড়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিক্রেট স্ক্যানার্স
ওয়ারলেস পাড়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সিক্রেট স্ক্যানার্স।
ফরিদপুর শহরের মহিমস্কুল মাঠে অনুষ্ঠিত ওয়ারলেস পাড়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে সিক্রেট স্ক্যানার একাদশ। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে তারা একমাত্র গোলে প্রতিপক্ষ ব্রাদার্স স্কট দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে ১২ মিনিটে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন কামাল। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল একাধিক আক্রমণের সুযোগ পেলেও আর কোনো গোল না হওয়ায় একমাত্র গোলে ম্যাচ জিতে ফাইনালে উঠেছে সিক্রেট স্ক্যানার। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।