সিক্সারসাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে হিউম্যান রেস্পেক্ট ও টেপাখোলা থান্ডার
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
296 বার দেখা হয়েছে
০
সিক্সারসাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে উঠেছে হিউম্যান রেস্পেক্ট ও টেপাখোলা থান্ডার।
সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হিউম্যান রেস্পেক্ট ও টেপাখোলা থান্ডার। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বেস্ট অফ তিন খেলায় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম সেমিফাইনালে টেপাখোলা থান্ডার ৩ উইকেটে রাইজিং স্টার দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্লাব ৯৫ রান সংগ্রহ করে। জবাবে টেপাখোলা থান্ডার তিন উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে ফাইনালে উঠে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে হিউম্যান রেস্পেক্ট একাদশ ৫ উইকেটে রাইজিং স্টার কে পরাজিত করে ফাইনালে উঠে।
প্রতিযোগিতায় রাইজিং স্টার ক্লাব তৃতীয় স্থান অর্জন করে। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্লাব ২৪ রান সংগ্রহ করে। জবাবে কোনো উইকেট না হারিয়ে হিউম্যান রেস্পেক্ট ক্লাব ২৪ রান সংগ্রহ করে ফাইনালে উন্নীত হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।