• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে ইসলামী মহা-সম্মেলন আগামী ২ ডিসেম্বর বৃহস্পতিবার

মাহবুব পিয়াল,ফরিদপুর ।।
ফরিদপুরের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ফরিদিয়া,ফরিদাবাদ কওমী মাদ্রাসা ও এতিমখানার ১২ তম বাৎসরিক ইসলামী মহা-সম্মেলন আগামী ২ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আলহাজ¦ মোহাম্মদ ফরিদ শেখ জানান, ফরিদপুর শহরতলীর ফরিদাবাদ, শ্যামসুন্দরপুর কোমরপুর-এ অবস্থিত জামিয়া আরাবিয়া ফরিদিয়া,ফরিদাবাদ মাদ্রাসা ময়দানে সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ইসলামী মহা সম্মেলন শুরু হবে । এতে দেশের খ্যাতনামা আলেম ,ইসলামী চিন্তাবিদগন ও সম্মানীয় অতিথিগন অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট শামসুল হক ভোলা মাস্টার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামীম হক, মাহফিলে বাদ জহুর প্রধান বক্তা হিসেবে ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ, ঢাকা মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল¬াহ আল-আমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মিরপুর ১১ জামিয়া দারুল হাবিব মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতী আব্দুর রব ফরিদী (দা.বা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর শাহ ফরিদ দারগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মাহফিলটি পরিচালনা করবেন জামিয়া আরাবিয়া ফরিদিয়া,ফরিদাবাদ কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা আমজাদ হুসাইন, সাবিক তত্ত্বাবধানে থাকবেন ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও মাদরাসার সভাপতি শেখ মাহ্তাব আলী মেথু, সহ-সভাপতি খন্দকার শাহীন আহমেদ, ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ শেখ। উক্ত ইসলামী মহা-সম্মেলন সকলকে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানিয়েছেন জামিয়া আরাবিয়া ফরিদিয়া,ফরিদাবাদ কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আলহাজ¦ মোহাম্মদ ফরিদ শেখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।