• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৪ খ্রি.

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত হয়েছেন। আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে স্পীকার হিসেবে নির্বাচিত করা হয়।

ডেপুটি স্পীকার শামসুল হক টুকু’র সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পীকার নির্বাচনে স্পীকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

স্পীকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় সংসদ সদস্যগণ কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে শিরীন শারমিন চৌধুরীকে স্পীকার পদে নির্বাচিত করেন।

এরপর মহামান্য রাষ্ট্রপতি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

এরপূর্বে গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় তাকে স্পীকার হিসেবে মনোনীত করা হয়েছিল।

ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পীকার ছিলেন। এছাড়া নবম জাতীয় সংসদের স্পীকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ওই সংসদে স্পীকার নির্বাচিত হন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রদূতসহ প্রায় ৮০টি দেশের কূটনীতিকবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।