• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
ছোট্ট বেলার পলায়ন-নিজাম আহমেদ

ছোট্ট বেলার পলায়ন
নিজাম আহমেদ

ছোট্ট বেলা যেই দেখেছি
নাপিত আসছে বাড়ি
ক্ষুর কেচি খোলার আগেই
পালিয়েছি গ্রাম ছাড়ি।

চারি দিকে লোক লাগিয়ে
ধরে আনতো খুজে
নাপিতের হাতে তুলে দিতো
চোরের মতো বুঝে।

ছোট্ট বেলা স্কুলে যখন
আসতো টিকাদার
ভয়ে কতো পালিয়ে গেছি
করেছি চিৎকার।

রাস্তা ঘাটে যেই দেখেছি
খাতনাকারে ঘুরে
তাদের ছাঁয়া দেখলে কতো
পালিয়েছি দুরে।

সে সব কথা মনে হলেই
হাসি পায় মুখে
ছোট্ট বেলার স্মৃতি গুলো
গাঁথা আছে বুকে।।

নিজাম আহমেদ(কবি,নাট্যকার,নির্দেশক)

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।