• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবলে শুরু হয়েছে দলবদল

একজন খেলোয়ারের দলবদল উপলক্ষে রেজিস্ট্রেশন ফর্ম গ্রহণের দৃশ্য।

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

জেলা ফরিদপুর অ্যাসোসিয়েশন( ডিএফ) এর আয়োজনে এবছর অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফরিদপুর জেলা ফুটবল লিগ কে কেন্দ্র করে শুরু হয়েছে দলবদল। একই সাথে তা অব্যাহত থাকবে এ মাসের ২০ তারিখ পর্যন্ত।

জানা গেছে ফরিদপুর বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ এবছর শুধুমাত্র প্রথম বিভাগ অনুষ্ঠিত হবে। এতে ৮ টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে আবাহনী ক্রীড়াচক্র , মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সফিউদ্দিন স্মৃতি সংঘ, সবুজ সেনা ক্লাব, লক্ষ্মীপুর যুব সংঘ, ফরিদপুর মুসলিম মিশন ও শেখ জামাল স্পোর্টিং ক্লাব।

এদিকে দলবদল কে কেন্দ্র করে জামাল স্টেডিয়াম এখন খেলোয়াড়দের পদচারণায় মুখরিত।

এ ব্যাপারে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা জানান প্রতিটি দল এই বছর মোট ২১ জন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবেন। এর মধ্যে এ তিনজন বহিরাগত খেলায়াড় অংশগ্রহণ করবেন । এ সংবাদ লেখা পর্যন্ত মোট ৫৩ জন খেলোয়াড় দলবদলে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন।
এরমধ্যে বেশিরভাগ দল ই সেরা খেলোয়াড় কে নিয়ে তাদের ঘর গুছিয়ে ফেলেছেন।
টোকেন কমিটিতে আছেন ডিএফএ’র সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা, অমরেশ সাহা, প্রণব মুখার্জি, আজাদ হোসেন, জাবেদ পারবেদ শাহীন প্রমুখ।
আগামী ৪ জুন প্রথম বিভাগ ফুটবল লিগ আরম্ভ করার কথা থাকলেও করোনা পরিস্থিতির উপরে তা অনেকটা নির্ভর করছে।
উল্লেখ করা যেতে পারে ফুটবল লীগে সব কয়টি ম্যাচ হবে শেখ জামাল স্টেডিয়াম এ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।