• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
করোনা রোগীর চিকিৎসায় অক্সিজেন কনসেনট্রেটর ও মাস্ক দিলো ফরিদপুর এফসিসিআই

মানিক কুমার দাস,ফরিদপুর

ফরিদপুরের করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় দু’টি অক্সিজেন কনসেনট্রেটর ও মাস্ক প্রদান করেছে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই)। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন চেম্বারের কর্মকর্তাবৃন্দ।

এফসিসিআই প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, পরিচালক মো. আলী আকবর, মো. আনিসুজ্জামান ও মো. লিয়াকত হোসেন লিটন এসব সামগ্রী তুলে দেন সংশ্লিষ্টদের হাতে।

এসময় ফরিদপুরের বিএমএ সভাপতি ডা. আসম জাহাঙ্গীর হোসেন চৌধুরী টিটে, স্বাচিপের সভাপতি ডা. আব্দুল জলিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এসময় বলেন, এই অক্সিজেন কনসেনট্রেটর মেশিন বাতাসে থাকা অক্সিজেনের মাত্রাকে বৃদ্ধি করে মুমূর্ষু রোগীদের অক্সিজেন ঘাটতি পুরণ করে। নতুন দু’টি অক্সিজেন কনসেনট্রেটর করোনায় আক্রান্ত চিকিৎসায় সুফল দিবে। তিনি জানান, গত এক সপ্তাহে ফরিদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমের দিকে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।