• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং
বাংলাদেশকে জেতাতে ভোট করুন (লিংকসহ)

‘দ্যা বাংলাদেশ টাইগারস হ্যাভ নকড ইংল্যান্ড লায়ন্স আউট অফ দ্যা ওয়ার্ল্ড কাপ’- জেমস অ্যান্ডারসনের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে রুবেল যখন উদ্বাহু বাড়িয়ে মাঠে দৌড়াচ্ছেন, সেই মুহূর্তকে এভাবেই ব্যাখ্যা করেছেন ইংলিশ কমেন্টেটর নাসের হোসেন। ২০১৫ সালে এই মুহূর্তকে ফ্রেমেবন্দী করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ ও টাইগারদের সেই মাহেন্দ্রক্ষন আইসিসির চোখে বিশ্বকাপের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি। এরকম আরও ৬৪টি মুহূর্ত বেছে নিয়েছে আইসিসি।

পাঠকদের ভোটাভুটির মধ্য দিয়ে সেখান থেকে বেছে নেওয়া হবে সেরা মুহূর্ত। ৬৪ সেরা মুহূর্তের মধ্য থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সেই মুহূর্তটি ফাইনালে উঠেছে। এটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয় নিশ্চিত করা মাহেন্দ্র সিং ধোনির ছয় হাঁকানো সেই মুহূর্তটি। কোনটি হবে সেরা? তা নিশ্চিত করবে ভক্ত-সমর্থকরা।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশের সেরা অর্জনের মুহূর্তকে আইসিসির সেরা মুহূর্ত হিসেবে জিতিয়ে দিতে ভোট করুন আপনিও।

https://www.cricketworldcup.com/greatest-moments?fbclid=IwAR2OetnzUskzI3BaogBr4tZFZbhHl6ckkCJyz7vbC13HEM_y9lRwrr7OaSY

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।