• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তী নিশ্চিত করতে 

ফরিদপুরে কৃষক বাজার স্থাপনের দাবী জানিয়েছে ক্যাব ফরিদপুর

ধান,পিয়াজ,আলু,সবজি,ডিমসহ সকল প্রকার কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও করোনা সংকট মোকাবেলায় কোন অজুহাত না দেখিয়ে কৃষক সমাজ পণ্য উৎপাদন করে তাঁরা যে অসামান্য অবদান রেখে চলেছেন তার জন্য তাদের মুখে হাসি ফোটাতে ফরিদপুর জেলা সদরে ও উপজেলা সদরে কমপক্ষে ১টি করে “কৃষকের বাজার” স্থাপনের জন্য দাবী জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা- কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ ।
তিনি এক বিবৃতিতে বলেন, আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন কৃষক তারা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যপ্রাপ্তী থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে বর্তমানে কৃষককের পণ্যের বাম্পার ফলন হলেও কৃষকদের জন্য আলাদা কোন বাজার বা ভ্রাম্যমান বাজার না থাকায়,কৃষক কুল তার উৎপাদিত পণ্যের মূল্য লাভজনক ভাবে বিক্রি করতে পারছে না।কিন্তু ভোক্তাদের বাড়তি দাম দিয়ে পণ্য ক্রয় করতে হলেও তার কোন সুবিধা কৃষক সমাজ পাচ্ছে না। মধ্যস্বত্তভোগীরা ভোক্তাদের জিম্মি করে দাম ইচ্ছামত বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিচ্ছেন। বিবৃতিতে বলা হয়েছে, ভোক্তা সংগঠন ক্যাব ফরিদপুর আশা করেন , জেলার জনপ্রিয় জেলা প্রশাসক ও পৌর মেয়র এ বিষয়ে আশু ব্যবস্থা নিবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।