জুন ১৩, ২০২০
নভেল করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন বন্ধ থাকা স্প্যানিশ লা লিগা মাঠে ফিরেছে গত বৃহস্পতিবার। তবে এ লিগের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি মাঠে নামছেন আজ শনিবার দিবাগত রাতে। তার দল এফসি বার্সেলোনা লা লিগায় খেলবে মায়োর্কার মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে।
৯৬ দিন পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন মেসি ও তার সতীর্থরা। মেসির সঙ্গে এদিন দেখা যাবে ইনজুরি কাটিয়ে ফেরা লুই সুয়ারেজকেও। তবে বলাবাহুল্য সবার আগ্রহের কেন্দ্রে থাকবেন ৩২ বছর বয়সী মেসি। লিগের সর্বোচ্চ স্কোরার উরুর চোটে ভুগছিলেন। কভিড-১৯ মহামারীর কারণে অপ্রত্যাশিতভাবে পাওয়া ছুটি কাজে লাগিয়ে তিনি ফিট হয়ে উঠেছেন। আজ মাঠে নামতেও তৈরি। মেসিকে নিয়ে বার্সেলোনা কোচ কুইক সেতিয়েন বললেন, ‘সে দারুণ করছে (অনুশীলনে) এবং কোনো সমস্যা হবে বলে মনে করি না।’
৩৩ বছর বয়সী উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ এই ছুটিটার প্রতি কৃতজ্ঞতা দেখাতেই পারেন। জানুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করানো এ খেলোয়াড় লম্বা ছুটি কাজে লাগিয়েই ফিট হয়ে উঠেছেন, এখন মাঠে নামতেও তৈরি। সুয়ারেজকে নিয়ে সেতিয়েন বলেন, ‘আমাদের প্রত্যাশার চেয়েও ভালো অবস্থায় আছে সে। কিন্তু প্রশ্ন হলো, এত লম্বা সময় পর সে কতটা প্রস্তুত কিংবা ম্যাচ শুরু করতেই বা কতটা তৈরি।’
স্যামুয়েল উমতিতিও ফিট হয়ে উঠেছেন, যদিও আরেক ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ত লেংলেত নিষিদ্ধ থাকছেন। ফলে আজ ২১ বছর বয়সী উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউজো দ্বিতীয়বারের মতো খেলার সুযোগ পেতে পারেন।
গত ১ মার্চ বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় রিয়াল মাদ্রিদ। যদিও ৭ মার্চ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মেসির শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সা। পরেরদিন রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরে শিরোপার রেসে খানিকটা পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।
১১ রাউন্ড বাকি থাকতে রিয়ালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা। কাতালানদের ঝুলিতে ৫৮ পয়েন্ট, রিয়ালের ৫৬। রিয়াল মাদ্রিদ আগামীকাল খেলবে আইবারের বিপক্ষে, একই দিন অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ।
সূত্র: বিবিসি ও মার্কা