আগস্টে তিন টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সেই সময়ে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশের ক্রিকেট সংস্থা। বৃহস্পতিবার বিসিসিআইয়ের প্রতিনিধি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জক ফলের আলোচনায় এ সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ২৪ কে ফল বলেছেন,‘আমরা ইতিবাচক সাড়া পেয়েছি বিসিসিআইয়ের থেকে। ভারত তার চুক্তিতে সম্মান করতে চায় এবং আগস্টের শেষে তিনটি টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছে।’
বিসিসিআইয়ের প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন,‘সরকার থেকে সবুজ সংকেত পাওয়ার পর তারা ম্যাচ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। বিশেষ করে সবার আগে খেলোয়াড়দের কন্ডিশন ক্যাম্পে ফেরাতে হবে। নিরাপদ এবং স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিত করতে পারলেই আমরা মাঠে নামতে পারব। যদি পরিস্থিতি অনুকূলে থাকে আমরা দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবো।’
দক্ষিণ আফ্রিকায় দল পাঠানোর বিশেষ কারণও থাকতে পারে বলে গণমাধ্যম প্রতিবেদন করেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, অক্টোবর-নভেম্বর বিশ্বকাপের পরিবর্তে আইপিএল আয়োজন করার জন্য বিশ্বের বড় বোর্ডগুলোর সহযোগিতা প্রয়োজন হতে পারে। দক্ষিণ আফ্রিকার ‘ভোট’ যেন পাওয়া যায় সেজন্য আগস্টে দল পাঠাতে মরিয়া বিসিসিআই।
ফল জানিয়েছেন, এরই মধ্যে সরকার থেকে সিরিজ আয়োজনের অনুমতি পেয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাঁর ভাষ্য,‘আমরা ক্রীড়া মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছি। প্রয়োজনে আমরা ক্লোজডোরে ম্যাচ আয়োজন করবো। আসন্ন ভারত সফরের জন্যই আমাদের এ উদ্যোগ। সিরিজটি নিয়ে আমাদের ভাবতে হবে কারণ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভারতের আগ্রহকেও আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’