• ঢাকা
  • শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ বৃষ্টির কারনে মাঠে গড়াতে পারেনি

ফরিদপুরের শেখ জামাল ষ্টেডিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এক প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে দ্য ক্রিকেটার্স ফরিদপুরের আয়োজনে এর উদ্বোধরন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর অনেক চেষ্টা করেও দুপুর পর্যন্ত বৈরী অবহাওয়া ও বৃষ্টির কারনে ম্যাচ মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচ টি পরিত্যাক্ত ঘোষনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর ক্রিকেট একাডেমির আহবায়ক,দ্য ক্রিকেটার্স ফরিদপুরের এডমিন খন্দকার নাজমুস সাকিব তন্ময় এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নব নিবার্চিত চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আমিনুর রহমান ফরিদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ মোসলেম উদ্দিন, জাতীয় দলের ক্রিকেটার নাইম ইসলাম প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠশালার প্রতিষ্টাতা মোঃ রোকনউদ্দিন রুমন। এসময় বাংলাদেশ দলের সাবেক তারকা পেসার তালহা জুবায়েরের মাতা মাসুদা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মুজিবুল হক ফিরোজ, ফরিদপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা মোকলেসুর রহমান বাবলু,বঙ্গবন্ধু ফ্যানস ক্লাব ফরিদপুরের আহবায়ক মেহেদী হাসান শামিম তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান চুন্নুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ডমিনেটরস টিম বনাম ফরিদপুর ক্রিকেট একাডেমির সাথে দুটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে বৈরী অবহাওয়া ও বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষনা করা হয়।

ডমিনেটরস টিমের হয়ে অংশগ্রহন করেন নাইম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানী, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, সৈকত আলী, যুবায়ের লিখন, মেহদী রানা, জসিম উদ্দিন, কাজী কামরুল, সায়েম চৌধুরী, মোহিউদ্দিন মোহাম্মাদ।

ফরিদপুর ক্রিকেট একাডেমির পক্ষে নির্জন, শিবলী, আরাফাত সানী, আসিফ, সিফাত, পার্থিব, উওম, রনী, সায়েম, সবুজ, রাজীন, আবিদ, রফিকুল, সুজন, মঞ্জুর অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।