শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা অনুষ্ঠিত সিক্সার সাইড ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিরাই জিরো সেভেন একাদশ।
আজ ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৮ রানে কাঠালতলা যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত ৮ ওভারের এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মিরাই জিরো সেভেন একাদশ ৪৩ রান সংগ্রহ করে। জবাবে কাঠালতলা একাদশ ২৫ রান সংগ্রহ করতে যেয়ে সবকয়টি উইকেট হারায়। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে মিরাই জিরো সেভেন সুপার এইট ক্লাবকে এবং দ্বিতীয় সেমিফাইনালে কাঠালতলা যুব সংঘ ভাটি লক্ষীপুর নাইট কিং কে পরাজিত করে ফাইনালে উঠে।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ। বিশেষ অতিথি ছিলেন শাহরিয়ার লস্কর আরজ, এটিএম জামিল তুহিন, মোঃ ইউনুছ হাসান।
এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০০০ টাকা ও রানার্সআপ দল ৩০০০ টাকার আর্থিক পুরস্কার ও ট্রফি পুরস্কার পায়। প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রনি। এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের মনা। স্থানীয় মোট ২৪ টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।